অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণের নিয়ম ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আমার আর্টিকেলটি সম্পন্ন আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ২০২৫ সালে কিভাবে নতুন নিয়মে আপনারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে চলুন তাহলে আর্টিকেলটি শুরু করা যাক - 

পেজ সচিপত্র ঃ অনলাইনে আয়কর রিটার্ন ফরম পূরণের নিয়ম ২০২৫ 

আয়কর রিটার্ন ফর্ম পূরণ করার নিয়ম ২০২৫ 

২০২৫ সালে এসে মূলত আয়কর রিটার্ন ফর্ম হিসেবে দুইটি ফর্ম ব্যবহার হয়, চলুন প্রথমে আপনাদেরকে আমি এই দুইটি ফর্ম সম্পর্কে পরিচিত করি -

Single page Return form : যারা আর্থিকভাবে বছরে করযোগ্য আই হিসেবে ৫ লাখ টাকার কম আয় করে, এবং যাদের আর সম্পদ মোট ৪০ লাখের নিচে তারা এই ফর্মটি পূরণ করবে।

Detailed return form : যারা সরকারি চাকরিজীবী, সিটি কর্পোরেশনের মধ্যে সম্পত্তি আছে, বিদেশের সম্পত্তি আছে, যানবাহনের মালিক তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে এই ফর্ম পূরণ করতে হবে। 

ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

আয়কর রিটার্ন ফর্ম পূরণ করার জন্য আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পূর্ণ ক্ষেত্রে কাগজপত্রের তথ্য প্রয়োজন হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র দরকার হয় -
  • জাতীয় পরিচয় পত্র (NID), TIN সার্টিফিকেট। TIN সার্টিফিকেট মূলত করদাতার সনাক্তকরণ সার্টিফিকেট হিসেবে পরিচিত বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে অথবা চাকরি করে তাদেরকে টিম সার্টিফিকেট দেয়া হয় আর এই TIN সার্টিফিকেট এই মূলত TIN নম্বর দেওয়া থাকে যা জাতীয় পরিচয় পত্রের মতোই ইউনিক। 
  •  বেতন সার্টিফিকেট বা বেতন স্লিপ  
  •  ব্যাংকের স্টেটমেন্ট
  •  সঞ্চয়পত্র বা বিমার প্রমাণপত্র 
  •  ভাড়ার চুক্তি অথবা সম্পত্তির দলিল ( যদি থাকে )

ফ্রম পূরণ করার নিয়ম অথবা ধাপ  সমূহ 

ওপরে দেখানো ছবি অনুযায়ী ফরম পূরণ করার ক্ষেত্রে আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে চলুন সেগুলো সম্পর্কে জেনে আসি -
  • সর্বপ্রথম আপনার ব্যক্তিগত তথ্য দিন ( আপনার নাম, ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নম্বর, TIN নাম্বার( যদি থাকে ), মোবাইল নম্বর।)
  • মোট উপার্জনের হিসাব  ( বেতন, ভাড়া, বিনিয়োগ )
  • করযোগ্য আয়ের হিসাব  ( ছাড়, বিনিয়োগ রিবেট এর সমন্বয়ে )
  • কর নির্ধারণ ( স্ল্যাব হিসাব অনুযায়ী )
  • প্রদেয় কর  ( যদি আপনার থাকে)
  • যদি আপনার কর যোগ্য আয় না থাকে তাহলে Zero return  " অথবা জিরো ট্যাক্স রিটার্ন হিসেবে জমা দিন।
  • যদি সরাসরি ফ্রম পূরণ করেন তাহলে স্বাক্ষর ও তারিখ দিয়ে জমা দিয়ে দেন। আর যদি অনলাইনে ফরম পূরণ করে থাকেন তাহলে" সাবমিট "অপশনে ক্লিক করুন।

সরাসরি আয়কর রিটেন ফরম জমা দেয়ার নিয়ম  

কর অফিস থেকে প্রয়োজনে ফরমটি সংগ্রহ করুন , এরপর ফর্মটি ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র যুক্ত করার পরে কর অফিসে জমা দিয়ে দিন এবং রশিদ ও কপি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।

অনলাইনে ফরম পূরণ করা থেকে যদি আপনি কর অফিসে গিয়ে ওদের সামনে ফর্মটা পূরণ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং সরাসরি রশিদ গ্রহণের ক্ষেত্রে  সুবিধা হয়। 

আয়কর রিটার্ন ফ্রম জমা দেয়ার শেষ সময় ও জরিমানা 

আয়কর রিটার্ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় সাধারণত নভেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত থাকে এক্ষেত্রে অবশ্যই আপনাকে শেষ তারিখের আগেই আয়কর রিটার্ন জমা করতে হবে।

যদি আপনি কোন কারণে আয়কর রিটার্ন জমা দিতে না পারেন এক্ষেত্রে পরবর্তীতে জরিমানা অথবা আলাদা ভাবে অতিরিক্ত অর্থ ধার্য করা হবে। তাই অবশ্যই আয়কর রিটার্ন শেষ তারিখের আগে জমা দেয়া অতি জরুরী।

আয়কর রিটার্ন জমা দেয়ার নতুন আপডেট বা তথ্য 

২০২৫  সালে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন আপডেট এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Zero return নামের নতুন সুবিধা যুক্ত হয়েছে যেখানে শূন্য করযোগ্য ব্যক্তিরা  জিরো রিটার্ন ফ্রম পূরণ করে অনলাইনে সাবমিট করতে পারবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url