হাতে ২ ঘণ্টার সময় থাকলেই করুন ৭ টি সাইড বিজনেস
যদি আপনার হাতে অবসর সময়ে ২ ঘন্টা সময় থাকে তাহলে আপনি এই ৭টি সাইট বিজনেস
অবশ্যই করে দেখতে পারেন, চাকরির পাশাপাশি আপনার পকেট ভরবে। বর্তমান বাজার
অনুযায়ী শুধুমাত্র চাকরির আশায় বসে থাকলে যে সংসার চলবে না তা অনেকেই বুঝতে
পেরেছে তাই বসে থেকে সময় নষ্ট না করে অবসর সময়ে অতিরিক্ত কিছু কাজ করা যায়।
আমি আপনাদের সামনে এমন সাতটি সাইড বিজনেস এর নাম বলবো যেখান থেকে আপনারা মাসের ৫০
হাজার অথবা তারও বেশি ইনকাম করতে পারবেন, চলুন তাহলে শুরু করা যাক -
অনলাইন ভিত্তিক ৭টি লাভজনক ব্যবসা
বর্তমানে আপনি যদি মনে করেন আপনি ঘরে বসেই এ ব্যবসা পরিচালনা করবেন তাহলে অনলাইন
ভিত্তিক এমন বেশ কয়েকটি ব্যবসার আইডিয়া রয়েছে যেগুলোতে ব্যবসা করে আপনি অনেক
টাকা উপার্জন করতে পারবেন চলুন সেগুলো জেনে আসি -
1. ফ্রিল্যান্সিং
2. ড্রপ শিপিং
3. ডিজিটাল মার্কেটিং
4. ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর
5. ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর
6. প্রিন্ট অন ডিমান্ড বিজনেস
7. অনলাইন কোর্স ও কোচিং করানো
এর মধ্যে অনেকেই ড্রপ শিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সম্পর্কে হয়তো জানে
না আমি নিচে এই দুটি বিজনেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিব। তার আগে এবার
চলুন জেনে আসি অফলাইন অথবা অনলাইন জগতের বাইরে আপনারা কোন ৭টি বিজনেস করে টাকা
রোজগার করতে পারবেন সে সম্পর্কে
অফলাইন অথবা সরাসরি ৭টি ব্যবসা
বর্তমানে দ্রব্যমূলের অগ্রগতির কারণে অনেকেই চাকরির পাশাপাশি একটি লাভজনক ব্যবসা
করছে যেখানে তাকে বেশি সময় দিতেন না হলেও চাকরি শেষে অথবা পার্ট টাইম হিসেবে এই
ব্যবসাটি তারা চালিয়ে যেতে পারবে তো চলুন এরকম ৭টি ব্যবসার সম্পর্কে আপনাদের কে
জানিয়ে দিন -
1. ফাস্টফুড কর্নার
2. কফি শপ অথবা ছোট একটি রেস্টুরেন্ট
3. মোদের দোকান অথবা গ্রোসারি শপ
4. চা পানের ব্যবসা
5. প্রাইভেট সেন্টার গড়ে তোলা
6. মৌসুমী ফলের ব্যবসা
7. ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার দোকান খুলতেও পারেন।
বর্তমান সময়ে এগুলাই সবথেকে লাভজনক অফলাইন অথবা সরাসরি ব্যবসা এগুলোতে আপনারা
পার্ট টাইম সময় দিতে পারেন বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না চাকরির পাশাপাশি
আপনারা রাত্রে দোকান খুলে নিয়ে বসতে পারেন এতে কোন কিন্তু লাভ হবে।
ড্রপ শিপিং ব্যবসা কি?
ড্রপ শিপিং ব্যবসা বলতে এমন একটি ব্যবসা যেখানে আপনাদেরকে অনলাইনে তো দোকান খুলতে
হবে তবে কোন মাল বা পণ্য আগে থেকে মজুদ করতে হয় না যদি আপনাকে কেউ কোন কিছু
কেনার জন্য অর্ডার করে যেমন ধরেন একটা জামা তাহলে আপনি সেই জামাটা অন্য একটি
স্টোর থেকে কিনে তাকে সরাসরি সাপ্লাই করে দিতে পারবেন,
এতে করে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনি প্রতি সাপ্লাইয়ে ১০০
থেকে ২০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন কখনো কখনো এই প্রফিট বা লাভের সংখ্যা
অর্ডার অনুযায়ী অনেক বেশি হয়ে থাকে।
প্রিন্ট অন ডিমান্ড বিজনেস কি?
প্রিন্ট অন ডিমান্ড বিজনেস হচ্ছে আমার একটি ব্যবসা আপনারা নিশ্চয়ই অনেক সময়
দেখেছেন অনেক ছেলেরা টি-শার্ট অথবা গেঞ্জি পরে যেখানে বিভিন্ন ধরনের কার্টুন অথবা
তারা নিজেদের ছবি ছাপিয়ে রাখে তো আপনিও এ ধরনের ব্যবসা করতে পারেন আপনি একটি
প্রিন্ট মেশিন কিনে নেবেন এবং এরপর আপনি অনলাইনে বিভিন্ন ধরনের টি-শার্ট কাস্টমার
গ্রাফিক্স ডিজাইন করে ছবি দিবেন,
এতে করে মানুষ আকৃষ্ট হয়ে আপনাকে অর্ডার করবে যে তারা টি-শার্টে ছবি লাগিয়ে
নিতে চাই এইভাবে অন্যদেরকে টি-শার্টের ছবি অথবা বিভিন্ন ধরনের গ্রাফিক অথবা লিখা
ডিজাইন করে আপনি মাসের শেষে ভালো মানের টাকা আয় করতে পারবেন।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url