আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল সম্পর্কে জানতে চান? প্রত্যেক
মানুষের জীবনে আবেগ কাজ করে। কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে
আমাদের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঠিক তখনই মানসিক চাপ বেড়ে
যায়।
মানসিক চাপ শুধু মনে উপর প্রভাব পড়ে না, এটি শরীরের উপর ও প্রভাব পড়ে। মানসিক
চাপের কারণে মন ও শরীরের দুটোই ক্ষতিগ্রস্থ হয়। তাই আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ
মোকাবেলার কৌশল আমাদের জানা খুবই জরুরি।
পেজ সূচিপত্রঃ আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল
কেন আবেগ নিয়ন্ত্রণ জরুরি?
আমাদের প্রত্যেক কাজে আবেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরী। জীবনে সফলতা অর্জনের জন্য
আবেগ নিয়ন্ত্রণ অন্যতম হাতিয়ার। নিজের ভিতরে যত বেশি আবেগ লুকিয়ে রাখতে পারবেন,
ততই বেশি আপনি জীবনে সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ আবেগ দিয়ে জীবন যাপন করা বড়ই
কঠিন, জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি।
জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাধা বিপত্তি আসবে, সে সময় ঠান্ডা
মাথায় সমস্যা সমাধান করতে হবে। আর যদি বিপদের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না
পারেন আবেগে বসে কোন সিদ্ধান্ত নিয়ে বসেন। তাহলে আপনি শারীরিক ও মানসিক ভাবে
ক্ষতিগ্রস্থ হবেন। আপনি যেকোন বিপদের সময় নিজেকে নিয়ন্ত্রণ রেখে সমস্যা সমাধান
করতে পারেন, তাহলে শারীরিক ও মানসিক ভাবে শান্তি পাবেন।
মানসিক চাপ আসলে কী?
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি হয়। মানসিক
চাপ বলতে আমরা শুধু টেনশন কে বুঝি এমন টা নয়। এটা হলো এমন একটা চাপা অনুভূতি যা
আসে তখন আমাদের চারপাশের পরিস্থিতি বা দায়িত্ব ও সামর্থ্যে বাইরে মনে হয়।
আমাদের সংসার জীবনে প্রত্যেকের অভাব অনটোন লেগে থাকে, সংসার জীবনে অভাব দূর করতে
মানসিক চাপের মধ্যে পড়তে হয়। সংসার জীবনের চাহিদা পূরণের জন্য মানসিক চাপ বেড়ে
যায়, কিভাবে অভাব দূর করব, কিভাবে প্রয়োজন মিটাবো ইত্যাদি এসব ভাবতে গিয়ে মানসিক
চাপ বৃদ্ধি পায়।
তাছাড়া ছাত্র জীবনে লেখা পড়া নিয়ে মানসিক চাপ সৃষ্টি হয়। সামনে পরিক্ষা অথচ পড়া
শেষ করা হয়নি, কিভাবে অল্প সময়ের মধ্যে পড়া শেষ করবো। আবার লেখাপড়া শেষ করে
চাকুরী পিছনে ঘুরতে ঘুরতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। লেখা পড়া শেষ করে বেকার জীবন
নিয়ে সমাজে বোঝা হিসাবে জীবন-যাপন করতে হয়। এসব ভাবতে গিয়ে আমাদের মানসিক চাপ
বেড়ে যায়।
আবার জীবনে চলার পথে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। কিছু কিছু সম্পর্ক
আমাদের জীবনে কঠিন হয়ে দাঁড়ায়, সেখান থেকে বের হয়ে আসা বড়ই কঠিন হয়ে পড়ে।
সম্পর্কের মাঝে বোঝাপড়া নিয়ে মানসিক চাপ তৈরি হয়। মানসিক চাপের কারণে জীবনে সুখ,
শান্তি হারিয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছে নষ্ট হয়ে যায়।
এসব জিনিস থেকে আমাদের মনের ভিতরে চাপ তৈরি করে। আর এই চাপ যদি লম্বা সময় ধরে
থাকে, তখন সেটা আমাদের শরীর ও মনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল
উপরের আলোচনা মাধ্যমে আমরা আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ সম্পর্কে জানতে পারলাম।
আসলে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ কি? আমরা যদি সঠিক ভাবে আবেগ নিয়ন্ত্রণ ও
মানসিক চাপ দূরে রাখতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর সার্থক হবে।
এখন আমরা আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিতভাবে
আলোচনা করবো। তাহলে চলুন দেরি না করে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার
কৌশলের মাধ্যম গুলো জেনে নিই।
১। ধর্মীয় কাজে মনোনিবেশ করা:
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে জীবনে
প্রশান্তি ফিরে আসে। ধর্মের প্রতি বিশ্বাস রেখে আমাদের সকল সমস্যা কথা
প্রার্থনার মাধ্যমে জানিয়ে মানসিক ভাবে শক্তি পাওয়া যায়। ধর্মীয় এমন
চিন্তাভাবনার মাধ্যমে আবেগ ও মানসিক চাপ দূর করা সম্ভব।
২। পজিটিভ চিন্তা করুন:
পজিটিভ চিন্তা ভাবনা মাধ্যমে আবেগ ও মানসিক চাপ মোকাবেলার অন্যতম কৌশল। নেগেটিভ
চিন্তা ভাবনা আমাদের জীবন ধ্বংস করে দেয়। যদি মনে হয় "আমাকে দিয়ে কোন কাজ হবে
না" আমি এসব কাজ পারব না, এই ধরণের চিন্তা ভাবনা আমাদের চাপ আরও বাড়ায়।
এসব না ভেবে মনকে শান্ত রাখে ভাবুন "আমি এসব কাজ করতে পারবো" তাহলে দেখবে
মানসিক চাপ অনেক টা কমে গেছে।
৩। অনুভূতি লিখে রাখা:
আমরা হাজার কথা জমিয়ে রাখি মনের ভিতরে। এগুলো আমাদের ভিতরে চাপ বাড়ায়। তাই একটা
খাতা বা ডাইরি নিয়ে মনের ভিতরে কি অনুভব হচ্ছে তা লিখে রাখুন। এতে মন অনেক টা
হালকা হয়ে যাবে। এটি আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার অন্যতম কৌশল হতে
পারে।
৪। নিয়মিত শরীরচর্চা:
কথায় আছে স্বাস্থ্য সকল সুখের মূল। আপনার শরীর যদি ভালো থাকে, তাহলে মন ও ভালো
থাকে। কারণ শরীর আর মন একে অপরের সাথে যুক্ত। তাই প্রতিদিন ২০-৩০ মিনিট
হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে মস্তিষ্ক এমন হরমোন তৈরি হয় যা আপনাকে শান্ত
ও সুখী করে তোলে।
৫। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম:
পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের মাধ্যমে আবেগ ও মানসিক চাপ মোকাবেলায় সহায়ক হিসাবে
কাজ করে। অপর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবে মানসিক চাপ কয়েকগুন বাড়িয়ে দেয়।
বিষণ্ণতার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব। মানসিক চাপের
অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। সুতরাং মানসিক চাপ দূরকরণে পর্যাপ্ত
ঘুম ও বিশ্রামের প্রয়োজন।
৬। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:
শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলা করা
যায়। এটা সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী কৌশল। যখন মনে হবে আবেগ বেড়ে যাচ্ছে,
একদম গভীরভাবে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। কয়েক মিনিট করলে দেখবেন মন
শান্ত হয়ে গেছে।
৭। সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত:
আমরা একটু সময় পেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের সাথে যুক্ত থাকি।
অতিরিক্ত সোশ্যাল মিডিয়া যুক্ত থাকায় মানসিক চাপ বাড়ে। এর কারণ আমরা অন্যদের
সুন্দর জীবন দেখে নিজেদের সাথে তুলনা করি। তাই মানসিক চাপ কমাতে সোশ্যাল মিডিয়া
ব্যবহার কম করুন।
৮। প্রতিক্রিয়া সাথে সাথে না দেখানো:
রাগ মানুষের অবিচ্ছেদ্য অংশ। মানুষ হিসাবে রাগ থাকা স্বাভাবিক। অনেক সময় যেকোন
ছোট বিষয় নিয়ে আমাদের ভেতরে রাগ বাড়িয়ে দেয়। সাথে সাথে যদি প্রতিক্রিয়া দেখাই,
পরে আফসোস করতে হয়। এজন্য নিজেকে কমপক্ষে ১০ সেকেন্ড সময় দিন।
৯। সাপোর্ট সিস্টেম তৈরি করুন:
জীবনে চলার পথে আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। আপনার বিভিন্ন সমস্যার
কথা বলার জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করুন। যেকোন সমস্যা নিয়ে বন্ধু, পরিবার বা
কাউন্সেলরের সাথে কথা বলুন। একা একা সব চাপ সামলানোর দরকার নেই।
১০। ভ্রমণ করুন:
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার কার্যকরী সমাধান হলো ভ্রমণ করা।
প্রকৃতির মাঝে নিজেকে সময় দিন দেখবেন মন ও শরীর দুটোই ভালো থাকবে। ভ্রমণকালে
নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলে মানসিক চাপ দূরে থাকে।
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবেলার উপকারিতা
জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আমাদের আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ
মোকাবিলা করা খুবই জরুরী। আমরা যত বেশি আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা
করতে পারবো, জীবন তত বেশি সুন্দর হবে।
আবেগে পড়ে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এবং মানসিক চাপের কারণে
আমাদের জীবন অকালে ঝড়ে পড়ে। তাই সঠিক ভাবে জীবন-যাপনের জন্য আবেগ নিয়ন্ত্রণ ও
মানসিক চাপ মোকাবিলার জন্য উপরের কৌশলগুলো ব্যবহারে করেন, তাহলে আপনি জীবনে
অনেক কিছু করতে পারবেন?
সঠিক সময়ে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা করতে পারলে কাজের প্রতি মনোযোগ
দিতে পারেবেন। আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা করার কারণে যেকোন কঠিন কাজ
খুব সহজে দ্রুর করা সম্ভব। কাজের মাধ্যমে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়। তাই
সহজে বলা যায় জীবনে সাফল্য অর্জনের জন্য আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক দূর করা
প্রয়োজন।
আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা করতে পারেন, তাহলে আপনার ভিতরে
একটা আত্তবিশ্বাস তৈরি হবে। এই আত্তবিশ্বাসের মাধ্যমে জীবনে আপনি অনেক কিছু
অর্জন করতে পারেবেন। সফলতা অর্জনের পিছনে বিশেষ ভূমিকা রাখে আত্তবিশ্বাস।
জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা করতে
হবে। শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকা জন্য এবং জীবনে সুখ ও শান্তি ধরে রাখার
জন্য আমাদের আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ দ্রুর করতে হবে। আমরা যত বেশি আমাদের
আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ মোকাবিলা করতে পারবো, তত বেশি সুখে শান্তিতে
জীবন-যাপন করা সহজ হবে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করছি, উপরোক্ত আলোচনার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক চাপ
মোকাবেলার কৌশল সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। আবেগ নিয়ন্ত্রন করা মানে
নিজেকে মেরে ফেলা নয়, সঠিক ভাবে ব্যবহার করা। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে
মানুষের আবেগ থাকবে, চাপও আসবে, তাই বলে ভেংগে পড়লে হবে না। আপনি যদি সচেতন হন
এবং উপরের কৌশলগুলো ব্যবহার করেন, তাহলে জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে
উঠবে।
Update on: 20 October 2025
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url