নতুনদের জন্য পপুলার ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি - সাপ্তাহিক ২ দিন ছুটি সহ
নতুনদের জন্য আবারো পপুলার ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। পপুলার ফার্মা
হচ্ছে একটি জনপ্রিয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এখন প্রতিষ্ঠানটি হিউম্যান
রিসার্চ ডিপার্টমেন্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সুযোগ থাকবে নতুনদের
জন্য। পপুলার ফার্মা প্রতিষ্ঠানে যারা আগ্রহী প্রার্থী রয়েছে তারা অনলাইনে খুব
সহজে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে ১৬ ই জুলাই থেকে এবং চলবে ১৬ শে জুলাই
পর্যন্ত। আর্টিকেলের শেষে পপুলার ফার্মা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক,
E-mail, hotline নম্বর উল্লেখ করা হবে।
পপুলার ফার্মা প্রতিষ্ঠানে চাকরি করলে যে সকল সুবিধা তারা দেবে সেগুলো হচ্ছে
- বছরে তিনটি উৎসব বোনাস
- মোবাইল সেট
- লাইফ ইন্সুরেন্স
- যাতায়াত সুবিধা
- দুপুরের খাবারের সুবিধা
- হচ্ছে সাপ্তাহিক দুই দিন ছুটি
- কোম্পানির লাভ বোনাস
নিয়োগ বিজ্ঞপ্তি :
- প্রতিষ্ঠানের নাম - পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি
- পদের নাম- হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ
- পদ সংখ্যা : নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা : বিবিএ অথবা এমবিএ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের দক্ষ হতে হবে, ইংরেজি ভাষায় বলা ও লিখা দক্ষতা থাকতে হবে। ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকা আবশ্যক।
- আবেদন করার সময়সূচী : ১৬ জুলাই থেকে - ২৯ জুলাই পর্যন্ত আবেদন চলবে।
popular pharma | contact |
---|---|
website link | popular-pharma.com |
info@popularbd.com | |
hotline number | +88 02 222243097 |
popular Pharmaceuticals PLC |
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url