নাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার উপায় ২০২৫
প্রিয় পাঠক ২০২৫ সালের সিম কার নামে রেজিস্ট্রেশন আছে জানতে চাচ্ছেন? আজকে আমি
আপনাদের সামনে তুলে ধরবো ২০২৫ সালে সিম কার নামে রেজিস্ট্রেশন হয়েছে তার জানার
নিয়ম। জিপি সিম, রবি, বাংলালিংক ও এয়ারটেল সিম কার নামে আছে এবং কয়টি
সিম আপনার এনআইডিতে তোলা হয়েছে
এবং বাতিল করার নিয়ম সহ সকল বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে
যাচ্ছি আশা করি আমার আর্টিকেলের মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন।
পেজ সুচিপত্র ঃনাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার উপায় ২০২৫
- নাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- 16001# দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানবেন কিভাবে?
- BTRC SIM রেজিস্ট্রেশন চেক করার উপায় ২০২৫
- সিম রেজিস্ট্রেশন চেক করার কোড ২০২৫
- জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়
- Sim kar name registration check online
- সিম রেজিস্ট্রেশন বাতিল করার উপায় ২০২৫
- সিম রেজিস্ট্রেশন না থাকলে করণীয় কি ?
- সিম কার নামে রেজিস্ট্রেশন জানার অ্যাপ
- কার নামে সিম রেজিস্ট্রেশন সম্পর্কে লেখকের মতামত
নাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
আমার মত আপনি ওর নাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন এই সিমটি কার
নামে রেজিস্ট্রেশন রয়েছে তবে এর জন্য আপনাকে আপনার সিম অপারেটরের অফিসিয়াল
সিস্টেম ব্যবহার করতে হবে কারণ সরাসরি অনলাইনে পাওয়া যায় না মোবাইল কোড দিয়েই
আপনাকে কাজটি করতে হবে।
16001# এই কোডটি ডায়াল করে আপনি আপনার নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন রয়েছে
সে সম্পর্কে সকল তথ্য জানতে। আপনি যেই নাম্বারটা রেজিস্ট্রেশন আছে কিনা জানতে
চাচ্ছেন সেই নাম্বারে এই কোডটি ডায়াল করবেন এবং সাথে সাথে কোম্পানির মাধ্যমে
একটি এসএমএস আসবে যেখানে আপনার এনআইডি নাম্বার চাইবে এন আইডি নাম্বার দেয়ার
মাধ্যমে আপনি খুব সহজেই কার নামে সিমটা রেজিস্ট্রেশন আছে সেটা জানতে পারবেন।
16001# দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানবেন কিভাবে?
এই কোডটি হচ্ছে এমন একটি বিশেষ কোট যা ফোনের মাধ্যমে শুধুমাত্র 16001# এই কোডটি
ব্যবহার করে এবং আপনার এনআইডি নম্বর দিয়েই আপনি জানতে পারবেন আপনার নামে কতটি
সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চলুন প্রক্রিয়াটি সম্পর্কে জেনে আসি -
- আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল করুন : 16001#
- এরপর প্রস্পট অনুযায়ী আপনার এনআইডি (NID) নাম্বারটি দিন
- এরপর আপনার NID দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি দেখতে পাবেন।
- একটি সবথেকে সহজ উপায় এটা জানো যে আপনার নামে কতটা সিম রয়েছে সেটা আপনি দেখতে পাবেন, আমিও এই একই কোড ব্যবহার করে আমার এনআইডি কার্ডে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো সম্পর্কে সকল তথ্য যাচাই করি।
BTRC SIM রেজিস্ট্রেশন চেক করার উপায় ২০২৫
এখন আমি একটা বিষয় খেয়াল করেছি যে BTRC কর্তৃপক্ষ সরাসরি অনলাইনে সিমের
মালিকানা যাচার জন্য কোন নির্দিষ্ট ওয়েবসাইট না রাখলেও 16001# এই কোডটি ব্যবহার
করে তথ্য যাচাই করা যায়। তবে যদি ভবিষ্যতে BTRC আবার যদি তাদের চেকিং
প্রটোকল চালু করে তাহলে এখানে আপনারা আপনাদের সিমের মালিকানাধীন বা আপনাদের আইডি
কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে সেই সকল তথ্য জানতে পারবেন।
সিম রেজিস্ট্রেশন চেক করার কোড ২০২৫
অপারেটর | কোড |
---|---|
জিপি | info > 4949 |
রবি | 16003# |
বাংলালিংক | 16002# |
এয়ারটেল | 1214444# |
জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়
জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার সবথেকে সহজ বিশেষ করে আপনাদের একটি জিপি সিম থাকে
এবং সেই সিমটি কার নামে রেজিস্ট্রেশন আসে এটা চেক করতে হলে প্রথমে আপনি কোড
দিয়েও চেক করতে পারেন অথবা আপনি জিপি অ্যাপ ব্যবহার করেও সিম কার নামে
রেজিস্ট্রেশন আছে সেটা চেক করতে পারবেন। জিপি অ্যাপ এর মধ্যে আপনি আপনার এনআইডি
নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দেখতে পারবেন আপনার এনআইডি দিয়ে কতগুলো নাম্বার
রেজিস্ট্রেশন করা আছে
এছাড়াও info> 4949 এই কোডটি আপনি আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ডায়াল করলে
আপনার কাছে একটি প্রীতি মেসেজ আসবে এবং সেই মেসেজের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া
হবে আপনার এই সিমটির কার নামে রেজিস্ট্রেশন আছে।
আরো পরুন ঃ সহজ কিস্তিতে লোন পাওয়ার উপায় ২০২৫
Sim kar name registration check online
অনলাইনে সিম কার নামে রয়েছে এটা আপনারা খুব সহজেই চেক করতে পারবেন বিশেষ
করে প্রতিটি সিম অপারেটরের আলাদা আলাদা কিছু কোড থাকে যেগুলো আপনি আপনার মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে ডায়ের করার মাধ্যমে খুব সহজে আপনার এনএডি নাম্বার দিয়ে চেক
করতে পারবেন আপনার নামে কয়টি সিম রয়েছে।
এছাড়াও কিছু অ্যাপ রয়েছে বিশেষ করে মাই জিপি অ্যাপ যেখানে আপনারা খুব সহজে,
আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং আপনাদের জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে
জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা
রয়েছে।
সিম রেজিস্ট্রেশন বাতিল করার উপায় ২০২৫
আমি একদিন এইরকম একটি বিপদে পড়তে গিয়েছিলাম যে আমার এনআইডি কার্ড দিয়ে একলা সিম আমি কিনেছিলাম তবে সেটি হারিয়ে গেছিল পরবর্তীতে দেখি সেটি অন্য কেউ ব্যবহার করছে এবং সাথে সাথে আমি আমার সেই তিনটি বন্ধ করে দিয়েছি যদি আপনার নামে কোন অজানা সিম একটিভ থাকে যা আপনি ব্যবহার করেন না বা
কোনদিন ব্যবহার করেননি তাহলে দ্রুততা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন কারণ অনেক সময় আপনার নামে সিম ক্রয় করে অন্যজন অনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে যার ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই কিভাবে সিম রেজিস্ট্রেশন বাতিল করবেন চলুন সে সম্পর্কে জেনে আসি -
- প্রথমত আপনি যখন জানতে পারবেন যে আপনার এন আইডি কার্ড দিয়ে অন্য কোন সিম রেজিস্ট্রেশন করা রয়েছে বা আপনার নাম জন্য কোন সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তখন দ্রুত নিকটস্থ কাস্টমার কেয়ার অফিসে যাবেন।
- তাদের কাছে আপনার এনআইডি (NID)ও প্রয়োজনীয় তথ্য দিবেন
- এবং অব্যবহারিত সিম বাতিল করার জন্য আবেদন করুন কিছুদিনের মধ্যেই আপনার অব্যবহারিত সিমটি বাতিল হয়ে যাবে
সিম রেজিস্ট্রেশন না থাকলে করণীয় কি ?
নিজে সব সময় সতর্ক থাকার চেষ্টা করুন সিম রেজিস্টেশন বিহীন বা ভুল নামে থাকে
তাহলে দ্রুত অপারেটর বা কাস্টমার কেয়ারের মাধ্যমে আপনি সেটি সঠিক করে নিতে
পারবেন। যদিও সিম রেজিস্ট্রেশন না করে সিম বিক্রি করা হয় না এক্ষেত্রেও যদি
এমন কখনো হয় যে
আপনি যে সিমটা ব্যবহার করছেন সেটা রেজিস্ট্রেশন নাই আপনার নামে তাহলে আপনি আপনার
এনআইডি কার্ডের সঠিক তথ্য দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করার আবেদন করে দিন। মনে
রাখবেন সিম আপনার নামে রেজিস্ট্রেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি সেটি আপনি
ব্যবহার করে থাকেন তাহলে।
সিম কার নামে রেজিস্ট্রেশন জানার অ্যাপ
এখন আর কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন কার নামে সেটা দেখার কোন ঝামেলা করতে হয়
না কারণ কোড মনে রাখা খুবই কষ্টসাধ্য বিষয় বর্তমানে কিছু অপারেটরর অ্যাপ রয়েছে
যেখানে আপনি লগইন করো আপনার সিমের মালিকানা ও কার নামে রেজিস্ট্রেশন আছে সেটি
আপনি যাচাই করতে পারবেন। চলুন সে অ্যাপ গুলোর নাম সম্পর্কে জেনে আসি -
- My GP App ( gp)
- Robi app
- Banglalink app
- Airtel app
এ সকল অ্যাপ গুলোর মধ্যে যেকোনো একটি অ্যাপে আপনি লগইন করে আপনার এনআইডি নম্বর
দিয়ে দেখতে পারবেন আপনার এনআইডি দিয়ে কতগুলো নাম্বার বা সিম রেজিস্ট্রেশন করা
হয়েছে। আমি বর্তমানে MY Gp অ্যাপ ব্যবহার করে কিছুদিন পর পর আমি চেক করি আমার
নামে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে।
কার নামে সিম রেজিস্ট্রেশন সম্পর্কে লেখকের মতামত
প্রিয় পাঠক খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের জন্য কারন আপনারা এবং আমরা
সিমের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করে থাকি তাই নিজের নামে যত সেম
রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো সবগুলো সম্পর্কে সকল তথ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন অন্য কারো নামে সিম খুলে ব্যবহার করা আইনগত অপরাধ। সঠিক রেজিস্ট্রেশন
থাকলে নিরাপদেই আপনি সিম ব্যবহার করতে পারবেন।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url