চাকরি পোর্ট্রাল থেকে বাংলাদেশে চাকরি পাওয়ার টিপস ২০২৫
বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন ধরনের জব সার্ভিস রয়েছে কিংবা বিভিন্ন ধরনের
ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খুব সহজে বাংলাদেশে আপনারা চাকরি কিন্তু আপনাকে
অবশ্যই সে সকল জব পোর্ট্রাল সম্পর্কে জানতে হবে। আজকে আমি আপনাদের সামনে
তুলে ধরব বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় জব পোর্টাল যেমন : bdjobs, chakri.com,
govt job portal bd, ইত্যাদিতে কিভাবে আপনারা চাকরি খুজে পাবেন এবং
কিভাবে
একাউন্ট খুলতে হয়, ফ্রেশার দের জন্য চাকরি পেতে পোর্ট্রাল এর ব্যবহার, কিভাবে
মোবাইল দিয়ে জব পর্টরেলে আবেদন করবেন চাকরির জন্য, জব পত্রাল ব্যবহার করে
ইন্টারভিউ দেয়ার কৌশল, ২০২৫ সালে কোন পেট্রোলে চাকরির সুবিধা বেশি থাকে সে সকল
বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়বেন।
পেজ সুচিপত্র ঃ চাকরি পোর্ট্রাল থেকে বাংলাদেশে চাকরি পাওয়ার টিপস ২০২৫
- জব পোর্ট্রাল থেকে বাংলাদেশে সহজে চাকরি পাওয়ার উপায় ২০২৫
- অনলাইনে জব ওয়েবসাইট থেকে চাকরি পাওয়ার ১০ টি উপায়
- bdjobs থেকে চাকরি পাওয়ার সহজ উপায়
- Chakri.com অ্যাকাউন্ট খোলা ও রেজিস্ট্রেশন করার নিয়ম
- Chakri.com থেকে চাকরি খোঁজার উপায়
- Govt job portal bd তে চাকরি খোঁজার উপায়
- নতুনদের চাকরি পেতে জব ওয়েবসাইট ব্যবহার করার নিয়ম
- জব ওয়েবসাইট ব্যবহার করে ইন্টারভিউ কল পাওয়ার কৌশল
- ২০২৫ সালে কোন জব ওয়েবসাইট থেকে চাকরি বেশি পাওয়া যায়
- লেখক এর মন্তব্য
চাকরি পোর্ট্রাল থেকে বাংলাদেশে সহজে চাকরি পাওয়ার উপায় ২০২৫
বাংলাদেশে বর্তমানে অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের জব ওয়েবসাইট রয়েছে যেখানে
আপনারা খুব সহজে যেকোনো ধরনের চাকরি খুঁজে পেতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই
সর্বপ্রথম জানতে হবে সেই সকল জব ওয়েবসাইট থেকে কিভাবে জব খুঁজে পাবেন এবং কিভাবে
সেখানে অ্যাকাউন্ট খুলতে হয় ও কোন ওয়েবসাইটে আসলেই জব খুঁজে পাওয়া যায় সেই
সম্পর্কে বিস্তারিত ভাবে।
সামনে তিনটি সম্পর্কে আলোচনা করবো যেখানে আপনারা খুব সহজে সব খুঁজে পেতে পারে এবং
এই তিনটি ওয়েবসাইট বাংলাদেশের বেশ জনপ্রিয় সেগুলোর নাম হচ্ছে : bdjobs,
chakri.com, govt job portal. com এগুলো হলো বাংলাদেশ চাকরির জন্য সেরা
কিছু জব পেট্রল অথবা ওয়েবসাইটা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে চলুন তাহলে
আর্টিকেলটি শুরু করা যাক।
অনলাইনে জব ওয়েবসাইট থেকে চাকরি পাওয়ার ১০ টি উপায়
অনলাইনে জব ওয়েবসাইট থেকে সহজে চাকরি পাওয়ার জন্য আপনাকে ১০টি উপায়ে অনুসরণ
করতে হবে এ ১০ টি উপায় অনুসরণ করে চলতে পারলে আপনি খুব সহজে যেকোনো ধরনের
পেট্রোল থেকে চাকরি পাবেন। চলুন তাহলে এই ১০টি উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে
আসি।
- সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে একটি প্রফেশনাল ও ভালো মানের সিভি তৈরি করা জানতে হবে আপনি যদি প্রফেশনাল ভাবে সিভি তৈরি করতে পারেন তাহলে যে কোন চাকরি আপনি খুব সহজেই পাবেন।
- এরপর আপনাকে বিশ্বস্ত একটি জব পেট্রোল অথবা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেমন ধরেন ( bdjobs, chakri.com ) ইত্যাদি
- টিভি যখন আপনি জমা দেবেন সেই সাথে একটু ভালো মানের কভার লেটার জমা করতে হবে যে পজিশনের জন্য আপনি আবেদন করতে চান সেগুলোর জন্য আলাদা আলাদা ভাবে এতে করে কি হবে চাকরি দাতা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার চাকরি পেতে সুবিধা হবে।
- প্রতিদিন আপনাকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট বিভিন্ন ধরনের জব ওয়েবসাইট অথবা জব পেট্রোলে সময় দেয়ার জন্য বের করতে হবে, এভাবে সময় দেয়ার মাধ্যমে আপনি খুব সহজে চাকরি খুঁজে পেতে পারেন।
- (bdjobs, chakri. com ) এই দুইটি ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার নিজের প্রোফাইল ফিল্টার করার মাধ্যমে জব অ্যালার্ট চালু করে রাখতে পারেন এতে করে কি হবে যদি নতুন কোন জবের সুযোগ আসে এ ক্ষেত্রে আপনাকে এই ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং আপনি অতি দ্রুত আবেদন করতে পারবেন এতে চাকরি পাওয়ার সম্ভাবনার বৃদ্ধি পায়।
- তার থেকে ভালো একটি উপায় হচ্ছে আপনার জব পেট্রোলের মোবাইল অ্যাপ রয়েছে সেগুলো মোবাইলে ইন্সটল করে রাখবেন এতে করে খুব সহজে কোন সময় আবেদন করা যায় এবং আপডেট ও খুব দ্রুত পাওয়া যায়।
- বিডি জবস এবং চাকরি ডট কম এর মধ্যে একটি ফিল্টার অপশন রয়েছে যেখানে আপনি আপনার অভিজ্ঞতা ও পছন্দমত চাকরি খুব সহজে ফিল্টার করে খুঁজে বের করতে পারবেন।
- প্রতিমাসে একবার হল আপনারা চেষ্টা করবেন আপনাদের পুরনো সিভিকে আপডেট করা এতে করে চাকরি পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।
- আপনার যদি কোন ধরনের কাজের অভিজ্ঞতা না থাকে এবং একদম নতুন প্রথম চাকরি পেতে চান এক্ষেত্রে আপনারা বেশি লক্ষ্য রাখবেন ফ্রেশার ও ট্রেনিং পজিশনের ওপর। কারণ ফ্রেশার বাট ট্রেনিং পজিশন এর জন্য নতুনদেরকে সুযোগ বেশি দেওয়া হয়।
যদি আপনাকে কেউ চাকরির জন্য ইন্টারভিউ এর ক্ষেত্রে ডাকে এক্ষেত্রে অবশ্যই আপনি
ভালভাবে ইন্টারভিউ এর প্রস্তুতি নিবেন কারণ ইন্টারভিউ এর উপর নির্ভর করবে আপনি
চাকরি পাবেন কি পাবেন না এবং আরো একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন ই-মেইলের মাধ্যমে
আপনাকে চাকরির নিশ্চয়তা দেয়া হবে তখন অবশ্যই সেই ইমেইলের দ্রুত উত্তর দেয়ার
চেষ্টা করবেন।
bdjobs থেকে চাকরি পাওয়ার সহজ উপায়
Bdjobs থেকে চাকরি পাওয়ার বেশ কিছু সহজ উপায় আছে এগুলো অবলম্বন করলে আপনি নতুন
হওয়া সত্ত্বেও ভালো মানের চাকরি পেতে পারেন চলুন তাহলে সেই উপায়গুলো সম্পর্কে
সঠিক তথ্য জেনে আসি -
- সর্বপ্রথম bdjobs এর ওয়েবসাইটে অথবা ফোনে অ্যাপ ইন্সটল করার পর সেখানে একদম ১০০% কমপ্লিট করে একাউন্ট খুলতে হবে।
- এরপর আপনাকে সর্বপ্রথম একটা ভালো মানের সিভি ও কভার লেটার তৈরি করে নিতে হবে মনে রাখবেন সিভি ও কভার লেটার দুইটা প্রফেশনাল লেভেলের হতে হবে।
- এরপর আপনি আপনার চাহিদা অনুযায়ী অথবা আপনার যদি অভিজ্ঞতা থাকে কোন কাজের প্রতি তাহলে সে ধরনের কাজ ফিল্টার করে খুঁজতে পারেন।
- আপনার যদি কাজের কোন অভিজ্ঞতা না থাকে এবং একদমই নতুন হয়ে থাকেন এক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেল এর জবগুলো ফিল্টার করে খুঁজে নিতে পারেন।
- একটু ভালো মানের জব খুঁজে পেলে আপনি আপনার চাহিদা অনুযায়ী আবেদন করুন তবে মনে রাখবেন সবগুলোতে একসঙ্গে এপ্লাই করতে যাবেন না।
- এপ্লাই করার পর অবশ্যই আপনি আপনার সিভিও কভার লেটার জমা করবেন।
- এবং এরপর আপনি অবশ্যই জব এলার্টটি অন করে রাখবেন এতে করে নতুন কোন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আপনাকে আগে থেকেই ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে যার ফলে আপনি সর্বপ্রথম আবেদন করার সুযোগ পাবেন এবং চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকক্ষণ বেড়ে যাবে।
চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু পরামর্শ:
- বিভিন্ন ওয়েবসাইটের সকাল দশটা থেকে শুরু করে একটা পর্যন্ত বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই সে সময়টা অবশ্যই আপনারা অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটে একটিভ থেকে চাকরি খুঁজবেন তাহলে সম্ভবত চাকরি পাওয়া সম্ভব না বেশি থাকে।
- আপনারা যদি প্রিমিয়ার একাউন্টে ব্যবহার করেন তাহলে একটু বেশি সুযোগ-সুবিধা পেতে পারেন।
- ক্ষেত্রে অবশ্যই সিভি এবং কভার লেটার আকর্ষণীয় ও প্রফেশনাল হতে হবে এটি অবশ্যই মনে রাখবেন।
Chakri.com অ্যাকাউন্ট খোলা ও রেজিস্ট্রেশন করার নিয়ম
Chakri.com বাংলাদেশের খুবই জনপ্রিয় একটু ওয়েবসাইট যেখান থেকে প্রতিদিন বহু
মানুষ তাদের নিজেদের পছন্দমত চাকরি খুঁজে পাই। নিশ্চয়ই আপনিও আপনার অভিজ্ঞতা এবং
দক্ষতার ভিত্তিতে চাকরি পেতে চাচ্ছেন তাইতো? চলুন তাহলে আপনাদের কাছে জানিয়ে দি
কিভাবে chakri.com এ একাউন্ট খুলবেন ও রেজিস্ট্রেশন কিভাবে করবেন সে
সম্পর্কে বিস্তারিতভাবে -
- অ্যাকাউন্ট খোলা অথবা রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটি হচ্ছে আপনাকে Chakri.com ওয়েবসাইটে প্রবেশ করে তারপর সেখানে থাকা " registration " অথবা " sign in " অপশনে ক্লিক করে একটি ফরম পূরণ করতে হবে।
- ফ্রম এর মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার ইমেইল ঠিকানা, আপনার ফোন নাম্বার, কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, আপনার ব্যক্তিগত দক্ষতা ইত্যাদি দিয়ে ফরম পূরণ করতে হবে।
- এরপর কাজের জন্য দুইটি ক্যাটাগরি রয়েছে যেমন " general " অথবা " special skilled " এই দুইটা অপশনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন, যদি আপনার কোন কাজে বিশেষ দক্ষতা থাকে তাহলে আপনি সেটি উল্লেখ করবেন। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং যে কোন চাকরি খোঁজেন তাহলে জেনারেল অপশনটি নির্বাচন করাই ভালো।
- আপনার ফর্মটা কে আরো বেশি অর্থবহুল করতে এবং চাকরি পেতে সুবিধার্থে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কোন কাজে দক্ষ সে বিষয়ে একটি ভিডিও রেকর্ড করতে পারেন। এতে আপনার সম্পর্কে বিজ্ঞাপন দাতারা সঠিক ভাবে বুঝতে পারবে।
- এরপর সর্বশেষ পদক্ষেপ হচ্ছে আপনার প্রোফাইল কে ভেরিফাই করা এই জন্য আপনাকে আপনার ইমেল ঠিকানায় একটি এসএমএস পাঠানো হবে বা কোড সেই কোড বা এসএমএসটি দিয়ে আপনি আপনার প্রোফাইল ভেরিফাইড করতে পারবেন বা সত্যায়িত করতে পারবেন।
Chakri.com থেকে চাকরি খোঁজার উপায়
চাকরি ডট কম থেকে আপনার পছন্দের মত চাকরি খুজে পেতে হলে প্রথমে আপনাকে
রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর। search, find job এই দুটি সেকশন এর মধ্যে
থেকে যেকোনো একটিতে আপনি আপনার পছন্দমত চাকরির খুঁজবেন এবং
আপনার অভিজ্ঞতা ও চাকরিতে কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলো দেখার পর সেগুলো যদি
আপনার মধ্যে থাকে তাহলে আপনি এপ্লাই করে নিবেন। যেকোনো চাকরির বিজ্ঞাপনে এপ্লাই
করার জন্য আপনাকে একটি প্রশ্ন পত্রের উত্তর দিতে হবে এবং একটি ভিডিও রেকর্ড করতে
হবে। এরপর আপনাকে ডিজিটাল সিভি জমা দিয়ে এপ্লাই করতে হবে এভাবে আপনি খুব সহজেই
চাকরির জন্য আবেদন করতে পারবে না চাকরি খুঁজতে পারবেন।
Govt job portal bd তে চাকরি খোঁজার উপায়
আপনি যদি সরকারি চাকরি খুলতে চান এক্ষেত্রে , বাংলাদেশ সরকারের একটি নির্দিষ্ট
এবং অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে - govtjob.gov.bd এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনি
প্রবেশ করবেন এখানে আপনি আপনার চাহিদা মত এবং আপনার দক্ষতা অনুযায়ী সরকারি
চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এরপর কিভাবে আপনারা সরকারি চাকরির জন্য আবেদন
করবেন চলুন সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে আসি -
- সর্বপ্রথম আপনাকে govtjob.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর সেখানে থাকা রেলস্টেশন করুন অথবা অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশন টির মধ্যে ক্লিক করতে হবে
- এরপর আপনার নাম, আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, আপনার ইমেইল ঠিকানা, আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে হবে মনে রাখবেন আপনার মোবাইল নাম্বার একটি কোড আসবে এবং সে কটি দিয়েই আপনাকে আপনার অ্যাকাউন্টই ভেরিফাই অথবা সত্যায়িত করতে হবে।
- এরপর আপনি আপনার দক্ষতা অথবা শিক্ষাগত যোগ্যতা যুক্ত করবেন। আপনি যদি কোন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই সে বিষয়টি যুক্ত করতে ভুলবেন না।
- এরপর আপনি সেখানে চাকরি খোঁজা শুরু করতে। আপনি কি ধরনের চাকরি পান সেগুলো ফিল্টার করতে পারবেন যেমন কোন মন্ত্রণালয়ে চাকরি চান, চলমান সব ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির ধরন অথবা পদের নাম এসব কিছু ফিল্টার করে আপনি খুব সহজে আপনার পছন্দমত চাকরি খুঁজে পাবেন।
- আপনার পছন্দমত যাকে খুঁজে পেলে আপনি অবশ্যই apply now এই অপশনটিতে ক্লিক করে এপ্লাই করা শুরু করবেন এখানে এপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই একটি প্রফেশনালস টিভি জমা করতে হবে এবং একটি কভার লেটার, এবং আপনাকে যে ফরমটি তারা দেবে সেই ফর্মে সঠিকভাবে আপনার প্রয়োজনীয় তথ্য অভিজ্ঞতা ইত্যাদি সবকিছু দিয়ে পূরণ করবেন।
- এবং নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন ফ্রি আপনি রকেট, বিকাশ কিংবা নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
- এরপর আপনার আবেদন করার শেষ এখন আপনাকে চাকরির ভাইবার জন্য অথবা, মাঠ পর্যায়ের জন্য মোবাইলে এসএমএস করে তারিখ এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
নতুনদের চাকরি পেতে জব ওয়েবসাইট ব্যবহার করার নিয়ম
নতুনদের চাকরি পেতে হলে জব ওয়েবসাইট অবশ্যই আপনাকে ব্যবহার করা জানতে হবে
কিভাবে জব এর খোঁজ করলে এবং কিভাবে আপনার সিভি অথবা অ্যাকাউন্ট তৈরি করলে আপনি
সহজে জব পাবেন সে সম্পর্কে জানতে হবে চলুন তাহলে আপনাদের সাথে এ বিষয়ে একটা
আলোচনা করা যাক -
- প্রথমত আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন কোন চাকরির অপেক্ষা আপনার না থাকে এবং আপনি একটি চাকরি খুঁজছেন? তাহলে সর্বপ্রথম আপনি বাংলাদেশে থাকা বিভিন্ন ধরনের জনপ্রিয় চাকরি ডট কম অথবা অন্যান্য ওয়েবসাইটে আপনার নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।
- এবং এরপর সেখানে ফিল্টার করে আপনি আপনার মন মত অথবা পছন্দ মত চাকরি খুজবেন যে যাকে আপনি করতে চান অথবা আপনি যদি কোন বিষয়ে দক্ষতা থাকে তাহলে আপনি সেই বিষয় ভিত্তিক চাকরিও খুঁজতে পারেন যদি সেই ধরনের কোন চাকরির বিজ্ঞপ্তি থাকে এবং আপনি সেই চাকরি করতে চান
- তাহলে সেই চাকরির জন্য আপনি এপ্লাই করবেন তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে- প্রথমত আপনি যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার প্রোফাইল পিকচার সুন্দর পরিপাটি এবং হাস্যজ্জল দিবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কোন বিষয়ে আপনি বেশি দেখো এ বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন।
- কভার লেটার ও সিভি বিষয়টি একদম প্রফেশনাল লেভেলের হতে হবে আপনি যদি কভার লেটার বা সিপি প্রফেশনাল ভাবে বানাতে না পারেন তাহলে কিন্তু চাকরির বিজ্ঞাপন দাতা চাকরি দিতে দ্বিধাবোধ করবে।
- যেকোনো চাকরিতে এপ্লাই করার পর কিছুদিন অপেক্ষা করুন একসাথে অনেকগুলো চাকরির এপ্লাই করবেন না।
- সবসময় আপনার ইমেইল চেক করুন কোন চাকরির ভাইবার জন্য আপনাকে এসএমএস করেছে কিনা এ সম্পর্কে সব সময় সচেতন থাকবেন।
- তাকে খোঁজার পাশাপাশি নিজেকে আরও বেশি দক্ষ করে তুলতে গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার শিখে রাখা ভালো এখন বর্তমানে কম্পিউটার শিখে রাখলে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যায়।
জব ওয়েবসাইট ব্যবহার করে ইন্টারভিউ কল পাওয়ার কৌশল
যব ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ইন্টারভিউর জন্য দ্রুত কল পাবেন সে সম্পর্কে
চিন্তিত? বেশ কিছু ভুল রয়েছে যার কারণে আপনারা চাকরির আবেদন করার পরও ইন্টারভিউ
এর জন্য কল পান না চলুন সেগুলো সম্পর্কে জেনে আসি আর আজকেই এই ভুলগুলো এড়িয়ে
চলবেন -
- প্রথমত আপনি যদি আপনার চাকরির ওয়েবসাইটে নিজের প্রোফাইল সঠিকভাবে তৈরি করতে না পারেন বা আপনার প্রোফাইলে সকল তথ্য যাদের সঠিকভাবে রাখতে না পারেন এক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন দাতার কাছে দ্বিধাবোধ হয় যার কারণে তারা আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকে না।
- দ্বিতীয়ত আপনি যদি চাকরির আবেদন করার সময় সঠিকভাবে আবেদন করতে না পারেন এবং চাকরির ক্ষেত্রে যে সকল তথ্য প্রয়োজন সেগুলো যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে চাকরির ভাইবার জন্য অথবা ইন্টারভিউয়ের জন্য কল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে।
- প্রফেশনাল ভাবে সিভি কিংবা কভার লেটার বানাতে না পারলেও কিন্তু চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য কল পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসে।
- তাই আজই এ সকল বিষয়গুলো সম্পর্কে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আপনি যে চাকরি করতে চান এবং সেটাতে যদি আপনি কিছুটা দক্ষ হন ও আপনার ধারণা আছে চাকরিটি কেমন হতে পারে কাজের ধরন কি তাহলে আপনি চাকরির জন্য আবেদন করবেন তাছাড়া যদি আপনি আবেদন করেন এক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউ এর ডাক পাবেন না।
২০২৫ সালে কোন জব ওয়েবসাইট থেকে চাকরি বেশি পাওয়া যায়
২০২৫ সালে এসে আপনাকে আর বিভিন্ন কোম্পানির দরকার ঘুরে ঘুরে চাকরি করতে হবে না
কারণ এখন অনলাইনে বসেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে আপনার পছন্দমত
এবং দক্ষতা অনুযায়ী চাকরি খুজে পাবেন এক্ষেত্রে কোন ওয়েবসাইট থেকে আপনারা সহজেই
এবং বেশি চাকরির সুযোগ পাবেন চলুন সে সম্পর্কে জেনে আসি -
বর্তমান সময়ে বিডি জবস ( bdjobs. Com ) ও চাকরি ডট কম ( chakri. Com) এ
বেশি বেশি চাকরি পাওয়া যাচ্ছে তাই আপনারা চাইলে এখনই এ দুটি ওয়েবসাইটে নিজের
অ্যাকাউন্ট তৈরি করতে পারেন একটি ভাল মানের প্রোফাইল তৈরি করুন একটি প্রফেশনাল
ছবি যুক্ত করুন এবং আজ থেকে আপনার পছন্দমতো চাকরি খোঁজা শুরু করুন মনে রাখবেন
চাকরি খোঁজার জন্য আপনারা তার পেছনেও অন্তত 30 মিনিট সময় ব্যয় করবেন।
লেখক এর মন্তব্য
আমার আর্টিকেলটি পরে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই এই প্রতিনিয়ত আমার
ওয়েবসাইটে ভিজিট করবেন মনে রাখবেন বর্তমানে ঘরে বসে সবকিছু করা যায় তাই চাকরির
পেছনে না খুঁজে আপনারা এখনই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে নিজের একটি প্রোফাইল তৈরি
করুন এবং আপনার মন মত চাকরি খুজে বের করুন।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url