মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ১১ টি ওয়েবসাইট

আপনি কি ঘরে বসে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান? একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের এর মত আপনিও ছবি তৈরি করতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনারা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন খুব সহজেই এবং 

গ্রাফিক্স-ডিজাইন

একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের মত আপনিও যেকোনো ছবি ডিজাইন করতে পারবেন। এখন আপনাদেরকে বলব এমন ১১ টি ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনারা সহজে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক - 

পেজ সুচিপত্র ঃ মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ১১ টি ওয়েবসাইট

মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখার সেরা ১১ টি ওয়েবসাইট 

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই ভালো জায়গা থেকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে এক্ষেত্রে আপনি যদি ঘরে বসে থেকে যে কোন সময় গ্রাফিক ডিজাইন শিখতে চান সে ক্ষেত্রে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন ৫ টি ওয়েবসাইট এর নাম যেখানে আপনারা সহজে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন 
  • Coursera. Com 
  • Canva. Com 
  • Udemy. Com 
  • Kandenze. Com
  • Creativelive. Com 
  • Smashingmagazine. Com
  • Psdtuts. Com
  • Sixrevision. Com
  • Graphicdesignertips. Com 
  • Koiloon. Com
  • Photoshopstar. Com
এই ওয়েবসাইট গুলো বেশ জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন শেখার জনক বিশেষ করে যারা ইতিমধ্যে গ্রাফিক ডিজাইনের কাজ করেন এখানে এমন অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে তারা গ্রাফিক ডিজাইন করে থাকে আর যারা নতুন এবং গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েবসাইট গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের মত কাজ করতে পারবেন।  

Coursera.Com  = এ ওয়েবসাইট একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের মত আপনাকেও গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য কোর্স প্রদান করে থাকবে আপনি চাইলে এখান থেকে কোর্স কিনে অথবা ফ্রি কিছু টিউটোরিয়াল আছে যেগুলো দেখে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন 

Canva.Com = canva.com বর্তমানে ফ্রিতে গ্রাফিক ডিজাইন করার জন্য বেশ জনপ্রিয় এখানে বিভিন্ন ধরনের টুলস থাকে অথবা বিভিন্ন ধরনের টেম্পেল থাকে যার মাধ্যমে আপনারা খুব সহজে যে কোন লোগো, ব্যানার ইত্যাদি আপনাদের ইচ্ছা মত কাস্টমার করে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন অথবা শিখতে পারবেন 

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কোর্স কি নো গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, অ্যাপ রয়েছে যার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করা যায় এবং সেই অ্যাপ ব্যবহার করা অনেক বেশি সহজ নতুনদের জন্য ক্যানভেরা অ্যাপ কিনবা ক্যানভা ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বেশ উপকারী হবে 

আপনি চাইলে কোর্স না করেও শুধুমাত্র এখানে থাকা বিভিন্ন ধরনের টেম্পল গুলো ব্যবহার করে তাতে কিছু কাস্টমার এডিট করে আপনি ব্যবহার করতে পারেন, ক্যানভাতের যদি কেউ গ্রাফিক ডিজাইন না জানে তাহলে ও খুব সহজে সে যেকোনো ধরনের লোগো কিংবা ব্যানার তৈরি করতে পারবে কারণ এখানে আগে থেকে কিছু কাস্টমাইজ লোগো ও ব্যানার থাকে 

Udemy. Com = udemy. Com এমন একটি ওয়েবসাইট যেখানে কোর্সের মাধ্যমেও আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন অথবা ফ্রীতেও বিভিন্ন ধরনের ক্লাস থাকে বাট টিউটোরিয়াল থাকে এই ওয়েবসাইটে যেগুলো থেকে আপনার গ্রাফিক ডিজাইনের বেসিক জিনিসগুলো শিখে নিতে পারবেন তবে আপনারা যদি মনে করেন আপনার একদমই ভালো মানের প্রফেশনাল হিসেবে কাজটি শিখবেন এবং পরবর্তীতে কাজ করবেন তাহলে আপনারা এখান থেকে কোর্স কিনতে পারেন এবং তারপরে বিস্তারিতভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, বর্তমান সময়ে এই ওয়েবসাইটে বেশ জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনারদের কাছে, এই ওয়েবসাইটে মূলত আপনাকে ১৫ টি কোর্স কিংবা পনেরটি ক্লাসের মাধ্যমে একদম গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়  

Kadenze.Com = kadenze. Com এটি এমন একটি ওয়েবসাইট এখানে ঘরে বসে প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইন করানো হয় আপনি যদি মনে করেন আপনার বাইরে গিয়ে কোর্স করার সময় নাই, তারা চাইলে ঘরে বসে এই ওয়েবসাইটটি ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজ প্রফেশনাল লেভেল এর মত শিখতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে কোর্স কিনতে হবে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্লাস করার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। যদি আপনি ঘরে বসে গ্রাফি ডিজাইন শিখতে চান এবং ওয়েবসাইট থেকে শিখতে দেন তাহলে বলব এই ওয়েবসাইটে আপনার জন্য বেশ বিশ্বাসযোগ্য হবে।

Creativelive. Com = creativelive.Com এমন একটি ওয়েবসাইট যেখানে গ্রাফিক ডিজাইন এর বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের জন্য প্রতিদিন ক্লাস আয়োজন করা হয় আপনি চাইলে এ সকল ক্লাসের জয়েন করে খুব সহজে ঘরে বসে থেকে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন , এই ক্লাসগুলোতে তারা আপনাকে শিখাবে কিভাবে আপনি বুক কভার তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইটের লোগো ডিজাইন করবেন, বিভিন্ন ধরনের কার্টুন তৈরি করা, ব্যানার তৈরি করার ইত্যাদি আপনারা এই লাইভ ক্লাসের মাধ্যমেই শিখতে পারবেন 

Smashingmagazine. Com  = Smashingmagazine.Com এটা এমনি একটু যেখানে আপনারা বিভিন্ন ধরনের লাইভ ক্লাস অথবা টিউটোরিয়াল এর মাধ্যমে সহজে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইনের কোর্সগুলো করতে পারবেন। 

Psdtuts. Com = এই ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইন শেখার জন্য বেশ জনপ্রিয় এখানে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যার মাধ্যমে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন একদম জিরো থেকে এবং আপনারা চাইলে এখানে ফ্রি টিউটোরিয়াল দেখেও শিখতে পারেন বেসিক লেভেল গুলো তবে যদি এডভান্স লেভেলের শিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে কোর্স করতে হবে 

গ্রাফিক ডিজাইন বেসিক ধারণা

আপনি যদি গ্রাফিক ডিজাইনের ওপর বেসিক কিছু ধারণা নিতে চান এক্ষেত্রে নিচে উল্লেখিত এই সকল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে যার মাধ্যমে সহজে আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক জিনিসগুলো শিখতে পারবেন এছাড়াও ক্যানভাস ডটকমের মধ্যে বিভিন্ন ধরনের লোগো কিংবা ব্যানার থাকে যেগুলো কাস্টমাইজ করার মাধ্যমেও আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে। গ্রাফিক ডিজাইন বেসিক শেখার জন্য নিচে কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হলো -
  • Coursera. Com 
  • Canva. Com 
  • Udemy. Com 
  • Kandenze. Com
  • Creativelive. Com 
  • Smashingmagazine. Com
  • Psdtuts. Com
  • Sixrevision. Com

ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স কোথায় পাওয়া যাবে 

আপনি কি অনলাইনে ফ্রি গ্রাফিক ডিজাইন শিখতে চান এক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউটিউবার আছে এবং এমন কিছু ওয়েবসাইটের মালিক রয়েছে যারা খুব সহজে আপনাকে একদম গ্রাফিক্স ডিজাইন হাতে-কলমে শেখাবে ভিডিও ক্লাসের মাধ্যমে এরকম কিছু ওয়েবসাইট এর নাম ও লিংক আপনাদের সামনে তুলে ধরছি যেখানে থাকার ভিডিও গুলো দেখে আপনি খুব সহজেই বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন অথবা এডভান্স লেভেলের শিখতে পারেন -


এই ওয়েবসাইটগুলোতে আপনারা খুব সাথে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন প্রথম ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে বাট টিউটোরিয়াল রয়েছে যা দেখে হাতে কলমে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন এবং দ্বিতীয় ওয়েব প্লাস নেয়া হয় যেখান থেকে আপনারা খুব সহজে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url