২০২৫ সালে পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম ( মোবাইল দিয়েই খুলুন )

২০২৫ সালে মোবাইল দিয়ে পেওনিয়ার  একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকে আমার আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য। মোবাইল দিয়ে ঘরে বসে একাউন্ট খুলুন মাত্র ১০ মিনিটে।

২০২৫-সালে-পেওনিয়ার-একাউন্ট-খোলার-নিয়ম

আজকের আর্টিকেলটি হবে ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমি সম্পূর্ণ গাইডলাইন দেখিয়ে দেবো কিভাবে আপনারা পেওনিয়ার  একাউন্ট খুলবেন এবং ডলার লেনদেন করবেন নিজের ব্যাংক একাউন্টে।

পেজ সুচিপত্র ঃ ২০২৫ সালে পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম ( মোবাইল দিয়েই খুলুন )

২০২৫ সালে পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম ( মোবাইল দিয়ে খুলুন )

আমার মত ফ্রিল্যান্সারদের জন্য এবং যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য পেওনিয়ার হলো এমন একটি আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম যা বিশ্বের যে কোন প্রান্ত থেকে ডলার আয় করে বাংলাদেশীদের টাকা তুলতে সহযোগিতা করে থাকে। এই পেমেন্ট প্লাটফর্মকে ব্যবহার করে মূলত ফ্রিল্যান্সার,

ইউটিউবার, এফিলেট মার্কেটের  এরাই তাদের আয় করার ডলার বাংলাদেশি টাকায় রূপান্তর করার জন্য এই প্লাটফর্মটি ব্যবহার করে থাকে। এবং তাদের কাছে পেওনিয়ার হচ্ছে খুবই বিশ্বস্ত এবং খুবই জনপ্রিয় মাধ্যম তো নিজের উপার্জিত ডলার কে বাংলাদেশের টাকা রূপান্তর করার জন্য।

মোবাইল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগে 

মোবাইল পেওনিয়ার একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে পেওনিয়ার একাউন্ট খোলার জন্য কি কি কাগজ পাতি প্রয়োজন হয়, তাহলে চলুন আগে সেগুলো সম্পর্কে জেনে আসি যখন আপনারা একাউন্ট খুলতে বসবেন তখন অবশ্যই এই সকল কাগজ পাতি আপনার হাতের কাছে নিয়ে বসবেন -
  • প্রথমত এই আপনার একটি ইমেল এড্রেস  লাগবে যেটি আপনি ব্যবহার করেন।
  • দ্বিতীয় তো আপনার জাতীয় পরিচয় পত্র রাখতে হবে।
  • এরপর আপনি বর্তমানে ব্যবহার করছেন এমন একটি মোবাইল নম্বর দিতে হবে।
  • আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে ( তবে আপনার যদি তাৎক্ষণিক কোন ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি পরে যুক্ত করে নিতে পারবেন )

 খুব সহজে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন এই লিংকে ক্লিক করে - বাংলাদেশ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

পেওনিয়ার একাউন্ট কিভাবে খুলতে হয় বাংলাদেশ ( সম্পূর্ণ গাইডলাইন )

পেওনিয়ার একাউন্ট খুলে খুবই সহজ আপনাদের ঘাবড়ে যাওয়ার কোন বিষয় নেই সহজ ভাবে আমি এখন আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেব কিভাবে মোবাইল দিয়ে আপনারা বেনিয়ার একাউন্ট খুলবেন সকল ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে এক এক করে জানিয়ে দেব, চলন তাহলে শুরু করা যাক -
  • সর্বপ্রথম পেওনিয়ার এ নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন :  payoneer.com
  • এরপর " sign up " অথবা " শুরু করুন " অপশনে ক্লিক করুন 
  • এরপর " personal account " অপশনটি বেছে নিন তবে আপনার যদি কোন বিজনেসের জন্য এই অ্যাকাউন্ট খুলতে যান এবং আপনার বিজনেসটা যদি রেজিস্টার বিজনেস হয় তাহলে আপনি " registered  business account " অপশনটিতে ক্লিক করবেন 
  • এরপর একে একে আপনারা ঠিকানা যুক্ত করুন ( মনে রাখবেন ফরম পূরণের সকল কিছু ইংরেজিতে পূরণ করতে হবে ) এরপর আপনার NID নাম্বার সঠিকভাবে দিন ( আপনার যদি পাসপোর্ট থাকে কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এগুলোর মধ্যে যে কোন একটি নাম্বারও ব্যবহার করতে পারবেন NID বিকল্প হিসেবে)
  • এরপর আপনার ব্যাংক একাউন্ট নাম্বার এবং ব্যাংক একাউন্টের সকল তথ্য দিন ( ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নাম) 
  • আরো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনি যে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী ফর্মটি পূরণ করেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টও ঠিক সেই নামেরই হতে হবে আপনার যদি নিজস্ব ব্যাংক একাউন্ট না থাকে এক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট এড করে নিতে পারবেন।
  • এরপর আপনার ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করুন। 

ফ্রিল্যান্সিং এর জন্য পেওনিয়ার কিভাবে ব্যবহার করবেন?

আমার মত  আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে ফাইবার ও upwork থেকে ডলার আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে নিতে পারবেন না এক্ষেত্রে প্রথমে আপনাকে ফাইবার কিংবা upwork থেকে  পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন এবং

এরপর সেই টাকা সরাসরি আপনার  payoneer একাউন্টে যাবে। এবং সেখান থেকে আপনি যেকোনো সময় সে ডলারগুলোকে বাংলাদেশী ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। ফ্রিল্যান্সারদের জন্য বর্তমানে পেওনিয়ার খুবই বিশ্বস্ত একটি পেমেন্ট প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আমিও একজন ফ্রিল্যান্সার হিসেবে এইভাবে আমার উপার্জিত ডলার আমি টাকায় ট্রান্সফার করে নিয়ে আসি।

প্রশ্ন ঃ অ্যাকাউন্ট খোলার পর টাকা না আসলে কি করব?

উত্তর : আপনি যে মার্কেটপ্লেস থেকে টাকা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করেছেন সেখানে ভালোভাবে চেক করুন টাকা পাঠানো হয়েছে কিনা।

Payoneer কত টাকা খরচ হয় টাকা তুলতে?

এখন আমি আপনাদের সামনে একটা বিশেষ তথ্য তুলে ধরতে চাচ্ছি বিশেষ করে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটি কে রক্ষা নাম করার জন্য সক্রিয় রাখার জন্য কিছু টাকা কেটে নেয় আবার আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেন এক্ষেত্রে আপনাকে ফ্রি প্রদান করতে হবে, 

আমি যখন আমার পেওনিয়ার একাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করি তখন সেখান থেকে ১৫ ডলার টাকা তারা ফ্রি হিসেবে কেটে নেয়। এ বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ হঠাৎ করে আপনার টাকা থেকে যদি কিছু টাকা কেটে নেয়া হয় এক্ষেত্রে দুশ্চিন্তায় পড়ে যেতে পারে তবে এ বিষয়ে দুশ্চিন্ত করার কিছুই নেই এটা আপনার পেওনিয়ার একাউন্ট তাদের ফ্রি হিসেবে নির্দিষ্ট টাকা কেটে নাই। 

মোবাইল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার নিয়ম 

পেওনিয়ার একাউন্টটি মোবাইলে খোলায় সব থেকে সহজ বলে আমার কাছে মনে হয়েছে কারণ আমিও আমার পেওনিয়ার অ্যাকাউন্টটি মোবাইল ফোন দিয়ে খুলেছিলাম তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে কিভাবে আপনারাও মোবাইল ফোন দিয়ে খুবই তাড়াতাড়ি প্রিয় নেয়ার একাউন্ট তৈরি করতে পারবেন -

এক্ষেত্রে আপনারা নির্দিষ্ট পেয়েও এর ওয়েবসাইট এ প্রবেশ করবেন সেখানে থাকা ফ্রম গুলো সম্পূর্ণ ইংরেজিতে পূরণ করবেন এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের নম্বর, ব্যাংক একাউন্ট দেয়ার মাধ্যমেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। 

আমার মত আপনারাও এখনই  payoneer এ অ্যাকাউন্ট তৈরি করুন এবং সফলভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার  শুরু করুন এই লিংকে ক্লিক করে - payoneer 

কোন ব্যাংকের সাথে পেওনিয়ার লিংক করা ভালো 

পেনিয়ার একাউন্ট খোলার পর আপনাদের যদি আগে থেকে ব্যাংক একাউন্ট খোলা থাকে তাহলে তো আপনারা ব্যাংক একাউন্ট নিশ্চয়ই যুক্ত করে দিয়েছেন তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই তারা হয়তো বা এখন ভাববে যে তারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভালো হবে? 


বাংলাদেশে এমন কিছু ব্যাংক রয়েছে যেখানে ট্রান্সফার ফি খুবই কম যেমন= ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক  এইসব ব্যাংক একাউন্ট যদি আপনি পেওমিয়ার এর সঙ্গে যুক্ত করেন তাহলে আপনি খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন এবং এক্ষেত্রে ট্রান্সফার ফী অনেক কম লাগবে।

প্রশ্নঃ পেনিয়ার  মাস্টার কার্ড বাংলাদেশে কিভাবে পাওয়া যায়?

উত্তর : বর্তমানে সরাসরি পেয়োনিয়ার কার্ড ব্যবহার করা বা সরবরাহ করা বন্ধ রয়েছে তবে আপনি চাইলে ভার্চুয়াল কার্ডের আবেদন করতে পারেন।

পেওনিয়ার একাউন্টে টাকা আসলে কিভাবে তুলবেন?

হ্যাঁ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি তো আপনার পেওনিয়ার একাউন্ট খুলে ফেলেছেন এবং আপনার ব্যাংক একাউন্টের সাথেও যুক্ত করে রেখেছেন, তাহলে এখন ফাইবার কিংবা up work পেমেন্ট যখন পেওনিয়রে আসবে তখন সেটাকে কিভাবে তুলবেন? 

এক্ষেত্রে যখন আপনার পেইনিয়ার একাউন্টে টাকা আসবে তখন আপনি " Withdrew to bank " অপশনে ক্লিক করে নিজস্ব ব্যাংকের সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবেন। 


প্রশ্ন ঃ পেওনিয়ার একাউন্টে কতদিনে টাকা ট্রান্সফার হয়?

উত্তর : fiverr অথবা অন্যান্য মার্কেটপ্লেস থেকে টাকা আসতে সময় লাগতে পারে ২৪-৪৮ ঘন্টা।

পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় কোন ভুল এড়িয়ে চলা উচিত 

পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় আমি কিছু ভুল করেছিলাম যার কারণে প্রথম অবস্থায় আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছিল আমার মনে হয় এরকম আপনারাও ভুল করতে পারেন তাই আমি আপনাদের সামনে এই বিষয়গুলোকে স্পষ্ট ভাবে তুলে ধরছি এই ভুলগুলো অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তা না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে অথবা ডিলিট করে দেয়া হতে পারে, তাহলে চলুন সেই সকল ভুলগুলো সম্পর্কে জেনে আসি যেগুলো পেওনিয়ার একাউন্ট খোলার সময় করা একদমই উচিত নয় -
  • প্রথমত NID বা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নামটি লিখুন 
  • ভুল করেও আপনার জন্ম তারিখ ভুল লিখবেন না বারবার চেক করে নিবেন
  • অন্যের তথ্য ব্যবহার করা থেকে বিরত থাকবেন কেননা অন্যের তথ্য ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ 
প্রশ্ন ঃ একাধিক পেওনিয়ার একাউন্ট খুললে কি খোলা যায়?

উত্তর: না একই ব্যক্তি একাধিক পেয়োনিয়ার একাউন্ট খুলতে পারবে না এটি সম্পূর্ণ নিষিদ্ধ এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url